২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরে সদরপুর উপজেলায় সম্প্রতি টিউবয়েলের মাথা চুরির ঘটনায় সাধারণ মানুষের সুপেয় পানি ব্যবস্থাপনায় দুর্ভোগ পোহাতে শুরু হয়েছিলো। সদরপুর থানায় অভিযোগ আসায় চোরের উপদ্রবে অভিযান পরিচালনা করে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার। পুলিশের অভিযানে দুই চোর শুক্রবার রাতে আটক হয়। আটককালে তাদের নিকট ৬টি টিউবয়েলের মাথা পাওয়া যায়। এ ঘটনায় সদরপুর থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সদরপুর উপজেলার নয় রশি গ্রামের সৈয়দ নুর আহম্মেদ। আজ শনিবার দুই চোর কে ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করে সদরপুর থানা পুলিশ। আটককৃত দুই চোর হলো,সদরপুর উপজেলার নয়রশি গ্রামের ইদ্রিস কাজীর পুত্র কাজী রায়হান(২৫) ও ভাঙ্গা থানার নাজিরপুর গ্রামের আঃ ওয়াহেদ মুন্সীর পুত্র দেলোয়ার মুন্সী(৫০)।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতে টিউবয়েলের মাথা চুরি করে বিক্রি করে আসছিল। চুরির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
অপরদিকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সদরপুর উপজেলার ৯রশি গ্রামে মৃত জলিল বেপারীর পুত্র মোঃ জাহিদ বেপারী কে ফরিদপুর জেলার নগরকান্দার উপজেলা থেকে আটক করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার বলেন, চুরির অভিযোগ পাওয়ার পরই পুলিশ মাঠে নামে। অভিযানে চোরদের আটক করে মামলা নেওয়া হয়েছে।