১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ওই শিক্ষকের নাম মোঃ মিজানুর রহমান। সে সদরপুর উপজেলার সতেররশি গ্রামের মৃত মুনছের আলী বেপারীর পুত্র। সোমবার রাতে সদরপুর থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ওই দিন(সোমবার) রাতে পুলিশ অভিযান চালিয়ে শিক্ষকের বাড়ি থেকে তাকে আটক করে আজ মঙ্গলবার সকালে সদরপুর থানা পুলিশ ফরিদপুর কোর্ট হাজতে পাঠিয়েছে।
জানাগেছে, স্কুলের ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ছাত্রীর সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর প্রতারনার ফাঁদে ফেলে সদরপুর উপজেলার পরিত্যক্ত ভবনে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষন করে মোবাইলে নগ্ন ভিডিও ধারণ করে। ঘটনাটি নিয়ে এলাকার একটি প্রভাবশালী মহল ছাত্রীর বাবাকে আপোষ মিশাংসা হতে বলেন। কিন্তু বিচার পেতে ছাত্রীর বাবা বাদী হয়ে নিজেই সদরপুর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় সদরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান জানান, শিক্ষকের বিরুদ্ধে সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে ফরিদপুর জেল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানান, আটককৃত শিক্ষক মোঃ মিজানুর রহমানের মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন বলেন, এ ব্যাপারে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।
ছবিঃ ছাত্রী ধর্ষনের অভিযোগে আটককৃত শিক্ষক মোঃ মিজানুর রহমান।