১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপ এর আয়োজনে এসো ঘুরি মধুখালী প্রোগ্রামে’র কার্যক্রম শেষ হয়েছে। গত ১৪ই আগষ্ট বুধবার সকাল ৯টায় বৈরি আবহাওয়া থাকার পরও কথা গ্রুপের বন্ধুরা যথা সময়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সমবেত হন। বন্ধুদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ উৎসবে মুখরিত হয়। সমবেত হয়ে সকালের নাশতা শেষ বেরিয়ে পরে মধুখালীর ইতিহাস- ঐতিহ্যের সন্ধানে।
পর্যায়ক্রমে ঘুরি-ফিরি টিম ঘুরে কামারখালী ভুমি অফিস, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ জাদুঘর, কামারখালীর গড়াই সেতু, মথুরাপুরের দেউল, মধুখালী রেলস্টেশন।
রেলস্টেশনে দুপুরের খাবার খেয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। গান, কবিতা ও কৌতুকে জমে উঠে মিলনমেলা। সন্ধ্যা ঘনিয়ে আসায় শেষ হয় আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চলে র্যােেফল ড্র।
আয়োজনে উপস্থিত ছিলেন সতুনুএমজে এর উদ্ভাবক নুরুজ্জামান ফিরোজ, ইউটিউবার এমএস টিভির প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন।
এছাড়াও ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপের এডমিন শুভংকর পাল, মডারেটর কণিকা কাবেরী, আলী মুকিম, শিকদার আল রবিন, খালিদ মাহমুদ, জুয়েল রানা, শাহ আলম আমীর, আজমুল আজিজ, ফয়সাল হাসান শাওন, রাজিব আদনান এবং রাকিবুল ইসলাম প্রমুখ।
ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপ এর মিলন মেলা