www.sadarpurkhobor.com

২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সদরপুরে ফারুক চেয়ারম্যানের মুক্তির মধ্যদিয়ে নিক্সন চৌধুরীর বিজয়ের বার্তা, চেয়ারম্যান আটকের প্রতিবাদে থানা ঘেরাও,মহাসড়ক অবরোধ হাজার জনতার


 নিজস্ব প্রতিবেদক    ১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৩:৩৭    রাজনীতি


ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বেপারীকে আটকের ঘটনায় সদরপুর থানা ঘেরাও এবং ঢাকা-খুলনা-বরিশাল ও ফরিদপুর-সদরপুর মহাসড়ক প্রায় ৫ঘন্টা ব্যাপী অবরোধ করে রাখে নিক্সন সমর্থন হাজার হাজার নেতা-কার্মীরা।
আটকের পর পরই নিক্সন প্রেমিরা এবং ঢেউখালী ইউনিয়নের জনগন বিক্ষোভে ফেটে পড়েন। ঢেউখালী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ফারুকের মুক্তির জন্য তিন উপজেলার সমর্থকরা স্ব স্ব এলাকায় প্রতিরোধ দূর্গ গড়ে তোলেন। হাজার হাজার জনতা মিছিলে মিছিলে মুখরিত করে তোলে ফরিদপুর-৪আসন। মা মাটি এবং উন্নয়ন মূল্যয়নের জনদরবী নেতা মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ভালোবাসায় সিক্ত হয়ে পরিপূর্নভাবে রাজপথে নামেন শিশু কিশোরসহ বিভিন্ন লোকজন। তাদের মিছিল শ্লোগানের ভয়ে মাঠ থেকে সরে যায় নৌকার লোকজন।   
রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত থেকে একটানা অবরোধের কারনে সড়কে যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগ প্রার্থী কাজী জাফর উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর সমর্থকদের মধ্যে রোববার সন্ধ্যায় পূর্ব শক্রতার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। পিয়াজখালী বাজারের আওয়ামীলীগের নৌকার নির্বাচনী ক্যাম্পে স্বতন্ত্র সংসদের সমর্থক ও ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারীর লোকজন হামলা চালায় বলে দোষ অভিযোগ করেন ক্যাম্পে থাকা ও আহত হওয়া লোকজন। হামলায় ক্যাম্পে থাকা ৩০জন নেতাকর্মীসহ উভয় পক্ষের লোকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মোঃ ওমর ফারুক বেপারী বলেন, আমাদের মিছিল নৌকার ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় তারা পাল্টা হামলা চালায়। এতে তার দলের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সদরপুর ইউএনও পূরবী গোলদার, ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট্র (ফরিদপুর-৪ আসনের) দায়িত্বরত মোঃ বায়েজিদুর রহমান, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, এসিল্যান্ড সদরপুর ঘটনাস্থলে পরিদর্শনে যান।
ওই সময় থেকে সদরপুর থানা পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। ওই সময় পরিদর্শন টিম ইউপি চেয়ারম্যান ফারুক চেয়ারম্যানের বাড়িতে যায়। এর পর পরই সদরপুর থেকে চেয়ারম্যান ফারুক কে আটক করা হয়।
অপরদিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যা ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ মজিবুর রহমান নিক্সনের সমর্থক ঢেউখালী ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বেপারীকে আটক করার প্রতিবাদে থানা ঘেরাও করে। আটকের খবর ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলার মহাসড়কে গাছের গুড়ি,টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা-বরিশাল মহাসড়ক ও ফরিদপুর-সদরপুর আঞ্চলিক সড়ক অবরুদ্ধ করে রাখে।
চেয়ারম্যান কে মুক্ত করতে সাংসদ নিজেই(নিক্সন চৌধুরী)থানায় আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ফরিদপুর জেলা প্রশাসক ও ফরিদপুর পুলিশ সুপার,ভাঙ্গা সার্কেল সদরপুর থানায় আসে। সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত থানার ভেতরে প্রশাসন আর বাইরে উত্তেজিত সমর্থকরা বিভিন্ন শ্লোগানে কম্পিত করে রাখে এলাকা। সদরপুর থানার সামনে হাজার হাজার নিক্সন সমর্থকরা রাস্তায় টায়ার জ্বলিয়েও অবরোধ করতে থাকতে।
অপরদিকে চরনাছিরপুর থেকে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলীর নেতৃত্বে ওই ইউনিয়নে রাতেই কয়েক শত কর্মী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। চেয়ারম্যানের মুক্তির ব্যাপারে তিনি জানান, আমাদের নেতার কর্মী ও আমাদের একজন চেয়ারম্যানের মুক্তির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। এছাড়াও ৩০শে ডিসেম্বর পর্যন্ত মাঠে রয়েছি। আশা করি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবো জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন কে।
একাধিক কর্মীরা জানান, আমাদের প্রিয় নেতার কর্মী কে আটকের কারনে আমরা প্রতিরোধের দুর্গ গড়ে তুলি। আমাদের আপনজন কে মুক্তি করে আমরা ঘরে ফিরে যাই প্রিয় নেতার কথা মত। আজ আমাদের এক চেয়ারম্যান কে মুক্ত করার মধ্যদিয়ে আমাদের বিজয়ের বার্তা এসেছে। আমরা কাধে কাধ রেখে আগামী ৩০শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতার মার্কা সিংহ প্রতিক কে ভোট দেওয়ার মাধ্যমে বিজয় করে দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমাদের আন্দোলন উন্নয়নের এবং মূল্যয়নের।

রাত পৌনে ১২টার দিকে, ইউপি চেয়ারম্যান ফারুক বেপারী কে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১(খ) এর অধীনে প্রণীত জাতীয় সংসদ নির্বাচন আচরন বিধিমালা(প্রজ্ঞাপন,সেপ্টেম্বর ২০০৮)সংশোধীত ৩১ অক্টোবর ২০১৮ এর বিধি ১১এর (ক) ধারা লঙ্গনের দায়ে ১৮এর (১)ধারায় ৫০হাজার টাকা জরিমানা দায়ের করে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মোঃ বায়েজিদুর রহমান। জরিমানা দেওয়ার পর ইউপি চেয়ারম্যান কে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
পরে হাজার হাজার সমর্থক নিয়ে রাত ১২টার দিকে সদরপুর ষ্টেডিয়াম মাঠে স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, আপনারা শান্তিপূর্নভাবে মাঠে থাকুন আমরা সংঘাত চাইনা। শান্তিমত বাড়ি ফিরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পিয়াজখালী বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার জাকির হোসেন খান ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1442   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ