www.sadarpurkhobor.com

২৪ এপ্রিল ২০২৪, বুধবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

শত শত নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী খন্দকার সেলিম


 সদরপুর প্রতিনিধিঃ    ২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ৪:০৩    রাজনীতি


ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী খন্দকার সেলিম মনোনয়ন দাখিল করে নেতাকর্মীদের সাথে


ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপত্র দাখিল করেছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম। আজ বুধবার বিকেল ৩টার দিকে সদরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদরপুরের ইউএনও ও সহকারি রির্টানিং অফিসার পূরবী গোলদারের নিকট জমা দেওয়া হয়।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক কাজী বদরুত জামান, যুব দলের যুগ্ন আহব্বায়ক কে এম আবু সাইদ ও ভাঙ্গা সদরপুরের বিভিন্ন নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিল করে সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে সদরপুর কলেজ মোড় এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)থেকে ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছি। তিনি আরও বলেন, এটা নির্বাচন নয় আন্দোলন। এই আন্দোলনে জয়ী হয়ে দেশ নেত্রীকে মুক্ত করবো এবং তারেক রহমান কে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি সকল নেতাকর্মীকে সকল বিভেদ ভুলে গিয়ে একত্র থেকে কাজ করার জন্যে আহব্বান জানান।
জানা যায়, ফরিদপুর-৪ আসনে সকল জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে এই আসনের বিএনপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন খন্দকার ইকবাল হোসেন সেলিম। সেলিমের মনোয়নয়ন পাওয়ায় ফরিদপুর-৪ এর তিন উপজেলার ২৫টি ইউনিয়ন বিএনপির নেতা ও কর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলে আনন্দিত হতে দেখা গেছে। সেলিমের মনোনয়ন পাওয়ায় সাংসদীয় নির্বাচনের মোড় ও ঘুরে দাড়াবে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে তৃনমূল বিএনপির কর্মীদের মাঝে সতেজতা দেখা দিয়েছে। বিএনপির আসল মাঝি পেয়েছেন বলেও  দাবী দলের একাধিক সুত্রে জানা গেছে।
খন্দকার সেলিমের মনোনয়ন পাওয়া নিশ্চিত জানিয়ে সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুত জামান বলেন, আমরা বিএনপির প্রার্থীর জন্য মাঠে রয়েছি। আমাদের সাথে তৃনমৃল বিএনপির হাজার হাজার কর্মী সঙ্গে রয়েছে। সেলিম খন্দকারের কোনো বিকল্প নেই। বিগত পাঁচ বছর ধরে দলীয় কর্মকান্ডে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন বলেও জানান।
সদরপুর উপজেলা যুব দলের আহব্বায়ক মোঃ তরিকুল ইসলাম কবির মোল্যা জানান, আমরা দল থেকে প্রার্থীর মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে মাঠে রয়েছি। এছাড়াও সেলিম খন্দকারের গ্রহনযোগ্যতা রয়েছে। আশা করি আমরা তাকে বিজয়ী করতে পারবো। তিনি আরও জানান, সেলিম খন্দকারের কোনো বিকল্প নেই। বিগত দিনে দলীয় কর্মকান্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে।
যুগ্ন আহব্বায়ক কে এম আবু সাইদ জানান, আমরা এখন ভালো একজন প্রার্থী পেয়েছি তৃনমৃল বিএনপি কর্মীদের সাথে যার যোগাযোগ রয়েছে। আমাদের কোনো গ্রপিং নেই। দলীয় ভাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকল প্রতিকূলতা কাটিয়ে দলের প্রার্থীর জন্যে কাজ করতে মাঠে রয়েছে। অপরদিকে জাসাস এর কেন্দ্রীয় সহসভাপতি শাহারিয়ার ইসলাম শায়লা কে ও  মনোনয়ন দেওয়া হয়েছে।
দলের একাধিক সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে বিএনপির গ্রহনযোগ্য প্রার্থী না থাকায় তিন উপজেলার বিএনপির কর্মী ও নেতারা হতাশায় ভুগছিলেন। ২০০৪ সালের নির্বাচন এর পর থেকেই বিএনপির গ্রপিং চরম আকার ধারন করে ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন। স্থানীয় নেতাকর্মীদের মাঝে হেভিওয়েট প্রার্থী না থাকায় জেলা নেতাদের পৃথক পৃথক গ্রপিং এর নেতৃত্ব দিতেন জেলা বিএনপির দুই শীর্ষ নেতা। ডানা ভাঙ্গা আহত পাখির মত দীর্ঘদিন পথ চলতে হয়েছে ফরিদপুর-৪ আসনের তিন উপজেলার বিএনপির নেতৃত্ব। ক্ষমতাসীন সরকারের আমলেও তাদের নিজেস্ব সত্তা ধরে রাখতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যদিয়ে দলীয় নানা কর্মসূচী পালন করতে দেখা যায়। পৃথক পৃথক গ্রপিং এক করতে মাঠে নামেন ভাঙ্গা উপজেলার বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। তিন উপজেলার গ্রপিং না করে দলীয় নেতৃত্বের হাল ধরতে নেতাকর্মীদের সাথে শুরু হয় তার বৈঠক সভা। তিন উপজেলার একাধিক গ্রপিং মিটিয়ে এক তাবুর নিচে নিয়ে আসেন নেতাকর্মীদের। একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রার্থী সেলিম খন্দকার হওয়ায় রাজনীতিতে বড় মোড় আসবে বলেও জানাগেছে।



সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   897   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ