১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলিতে এক সৈন্য ও ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে রাজ্যের শোপিয়ান জেলায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আরও তিন সৈন্য আহত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপার সৈন্য, রাজ্য পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ দল শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে নদিগামে তল্লাশি অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে গোয়েন্দা সূত্রে সেনাবাহিনী এমন খবর পেয়ে ভোররাতে সেখানে অভিযান শুরু করেছিল।
শ্রীনগরভিত্তিক ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, শোপিয়ানের নদিগাম গ্রামে চালানো এ অভিযানে ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
দুই দিন আগে একই জেলার রেব্বান এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আল বদরের ২ সদস্য নিহত হয়েছিল। একইদিন পুলওয়ামাতে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন।