১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ফরিদপুরে র্যাবের হাতে গাজাসহ এক তরুন আটক হয়েছে। আটককৃত তরুনের নাম মারুফ হোসেন(১৯)। সে কোতয়ালী থানার হাবেলী গোপালপুর গ্রামের ইমারত হোসেন পুত্র।
জানাযায়, ফরিদপুর ল্যাব ক্যাম্প এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ ১৫আগষ্ট সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবী মারুফ হোসেন(১৯) কে আটক করা হয়। আটকালে
তার নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জেল দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম(ম্যাজিষ্ট্রেট) হাসান মোঃ হাফিজুল রহমান জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এর উপস্থিতিতে ১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৭(ক) ধারা মোতাবেক ধৃত আসামী মারুফ হোসেন(১৯)কে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।