১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মাদারীপুরের শিবচরে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু খলিফা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ‘মাদক ব্যবসায়ী’ বলে দাবি করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৪টার দিকে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে উপজেলার দ্বিতীয়রা খন্ড গ্রামের সফর খলিফার ছেলে।মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রতিবেদক কে জানান, ‘প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধার পুলিশের একাধিক টিম টহল দিচ্ছিল। তাদের একটি টিম শিবচরের ‘শম্ভুক’ নদের এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী দু’পক্ষের গোলাগুলির শব্দ শুনতে পায়। উপস্থিতি টের পেয়ে পুলিশকেও তারা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে বাচ্চু খলিফা নিহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, তিন রাউন্ড গুলি ও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।