www.sadarpurkhobor.com

১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সৌরবিদ্যুতে আলোকিত চিরিরবন্দরের ৪০ কি.মি. জনপদ


 জাগো নিউজ থেকে    ৩১ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৯:৪৪    সারাদেশ


ঘরে ঘরে বিদ্যুৎ’এর ধারাবাহিকতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪০ কিলোমিটার পাকা রাস্তা এখন সৌরবিদ্যুতের আলোয় আলোকিত। মানুষ যখন বিদ্যুতের লোডশেডিং-বিড়ম্বনায় অতিষ্ঠ তখন চিরিরবন্দর প্রত্যন্ত গ্রামীণ জনপদ সৌরবিদ্যুতের নিরবিচ্ছিন্ন আলোয় আলোকিত। প্রত্যন্ত গ্রামের পরিবারগুলোর বিদ্যুতের চাহিদা সৌরবিদ্যুতেই মেটাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের টিআর কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের অধীন উপজেলার রানীরবন্দর হতে আমতলী ও বিভিন্ন পাকা রাস্তাসহ ৪০ কিলোমিটার কাঁচা-পাকা রাস্তার ধার, বিভিন্ন মোড় ও রাস্তা সংলগ্ন হাট-বাজারে সৌর বিদ্যুতের ১২০টি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
সুফলভোগী ও সমাজ সচেতন চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আজিম উদ্দীন সরকার গোলাপ বলেন, সৌর বিদ্যুৎ স্থাপন করায় সাধারণ মানুষের জীবনমানে উন্নয়নের গতি বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের বিকল্প শক্তি হিসেবে বর্তমান সরকার মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করায় বিদ্যুতের ওপর হতে চাপ ও বিদ্যুতের লোডশেডিং কমে গেছে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, সোলার প্যানেল স্থাপনের ফলে রাস্তার বিভিন্ন মোড়ে মাদকসেবী ও চোরাকারবারীদের আনাগোনা অনেকাংশে কমে গেছে। তাছাড়া রাতে টহলরত পুলিশ স্বাচ্ছন্দে তাদের দায়িত্ব পালন করছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.মনোয়ারুল ইসলাম জানান, টিআর কাবিটা ছাড়াও ২০১৭-১৮ অর্থ বছর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুই কিস্তিতে ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে মন্ত্রণালয়ের মনোনীত ইডকোল পিও কর্তৃক গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির অধীনে ১২ ইউনিয়নের বাজার, হাসপাতাল, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে ৬০০ সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। বিদ্যুতের ওপর হতে চাপ কমাতে চলতি অর্থ বছরে উপজেলার আরও ছয়শ পয়েন্টে সোলার স্ট্রিট লাইট স্থাপনের জন্য চিহ্নিত করা হয়েছে। যা বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, উপজেলার ১২ ইউনিয়নের যেখানে মানুষের চলাচল রয়েছে এ রকম বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে প্রায় কয়েক শতাধিক পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার প্যানেলে সৌরবিদ্যুতের এ সড়ক বাতি বসানো হয়েছে। বর্তমানে প্রকল্পটি আরও বর্ধিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1940   জন পাঠক

 আরও খবর






সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ