১৯ জানুয়ারি ২০২৫, রবিবার | বাংলা কনভার্টার
ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসষ্ট্যান্ডে বৃহস্পতিবার বিকালে বাসের চাপায় ব্র্যাক কর্মকর্তা আব্দুর রহমান খাঁ(৪৫) মারা গেছে। সে ঝিনাইদহ জেলার নইরহাটি গ্রামের বাবর আলী খাঁ পুত্র। হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানায়, তিনি শরীয়তপুর জেলায় ব্র্যাক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার দিন কর্মস্থল হতে গ্রামের বাড়ীতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।