১৯ জানুয়ারি ২০২৫, রবিবার | বাংলা কনভার্টার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকদের সংগঠন নীলদল পাঁচদফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্য ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় তার ব্যক্তিগত সচিব আমিনুর রহমানের কাছে স্মারকলিপি হস্তান্তর করে নীলদলের শিক্ষকরা। উপাচার্যের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন আমিনুর রহমান। স্মারকলিপির মাধ্যমে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাঁচদফা দাবি পূরণের নিশ্চয়তা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি নেয়ার হুমকি দেয়া হয় নীলদলের পক্ষ থেকে।
(কালের কন্ঠ)