১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
নিজস্ব প্রতিবেদক.
ফরিদপুরের সদরপুর উপজেলা সদরপুর বাজারের গলির মুখ দখল করে অবৈধভাবে দোকান করার দায়ে চার দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদরপুর বাজারে দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবানা তানজিন। অভিযান চলাকালে
৪ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, সদরপুর থানা পুলিশ, সদরপুর সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ফুটপাতা দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকান করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২০০৯ এর ৮৯(২) ধারায় ৪ ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।