১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সদরপুরে “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটা র্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীশেষে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নূর এ এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) রুবানা তানজিন, উপজেলা প্রকৌশলী আঃ মোমিন, ডাঃ সৌরভ চক্রবর্তী, বিআরডি চেয়ারম্যান রহিমা খাতুন,সাবেক ইউপি চেয়ারম্যান কাজী খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো.সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা।