১৯ জানুয়ারি ২০২৫, রবিবার | বাংলা কনভার্টার
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় অনুসন্ধ্যানী মূলক প্রতিবেদন প্রচারিত হয় ‘বিক্রি হচ্ছে জিপিএ ফাইভ’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মো. ইউনুস আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমদ শামীম- আল রাজী এবং উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এই কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করবে। মাছরাঙা টেলিভিশনের ওই প্রতিবেদনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ডের একজন ব্যক্তিগত কর্মকর্তাসহ উত্তরা এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান-প্রধান জিপিএ ফাইভ বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়।